কোপা আমেরিকা : ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন
কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ১৯৯৩ সালের পর এই প্রথম আর্জেন্টিনা বড় কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপাা জিতল আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার হয়ে এই প্রথম লিওনেল মেসি শিরোপার স্বাদ গ্রহণ করেলেন। ম্যাচের ২২তম মিনিটে ডি পলের বাড়ানো ক্রস থেকে বল পেয়ে ডি মারিয়া লফটেড শটে ব্রাজিলের গোল রক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান। এরপর আর কোন দলই গোল করতে পারেনি।
ম্যাচের ৫৯ শতাংশ সময় ব্রাজিলের পায়ে বল ছিল। শটও নিয়েছে ১৩ টি। কিন্তু লক্ষ্যে বল রাখতে পেরেছিল দু’দলই সমান দু’বার করে। টুর্নামেন্টের অন্যান্য ম্যাচের মতো এ ম্যাচেও প্রচুর ফাঊল হয়েছে। ব্রাজিল ফাউল করেছে ২২ টি আর আর্জেন্টিনা ১৯টি।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল আর্জেন্টিনাকে চেপে ধরলেও তাদের জমাট রক্ষণের জন্য কোন গোল করতে পারেনি। ব্রাজিলের রিচার্লিসন ৫২ মিনিটের সময় বল জালে পাঠাতে পারলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচের একেবারে শেষ দিকে আর্জেন্টিনার গোল রক্ষক মার্তিনেজ ডি বক্সের ভিতরে গোল আটকিয়ে দেন।
এটি ছিল আর্জেন্টিনার ১৫তম কোপা আমেরিকা শিরোপা। ফলে তারা উরুগুয়ের সাথে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জয়ের অধিকারি হলো।
কোন মন্তব্য নেই