অলিম্পিক ফুটবলে দ্বিতীয় বারের মতো সোনা ব্রাজিলের
![]() |
টোকিও ২০২০ অলিম্পিক ফুটবলে স্বর্ণজয়ি ব্রাজিল দল, ছবি: ফিফা |
২০২০ টোকিও অলিম্পিকে পঞ্চম দেশ হিসাবে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। ফাইনালে ব্রাজিল স্পেনকে ২-১ গোলে হারিয়ে স্বর্ণপদক লাভ করলো।
খেলার ৩৮ মিনিটে রিশার্লিসন পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে হতাশায় পুড়ে ব্রাজিল। তবে প্রথমার্ধ্বের যোগ করা সময়ে ম্যাথিয়াস কুনিয়ার গোলে ব্রাজিল ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধ্বের ৬১ তম মিনিটে ওইয়ারজাবালের গোলে স্পেন ১-১ সমতা আনে। এরপর উভয় দলই গোলের সুযোগ পেলেও কেউ গোল করতে না পারায় নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ এ শেষ হয়।
খেলা অতিরিক্ত সময়ে গড়ালে ১০৮তম মিনিটে ম্যালকম গোল করে ব্রাজিলকে ২-১ গোলে এগিয়ে নেয়। অবশিষ্ট সময়ে স্পেন গোল পরিশোধ করতে পারেনি। ফলে ব্রাজিল ২-১ গোলে স্পেনকে হারিয়ে পুনরায় স্বর্ণপদক জিতে নিল।
অলিম্পিকে সবমিলিয়ে এটি ব্রাজিলের দ্বিতীয় শিরোপা জয়। এছাড়াও ব্রাজিল ৩ বার রানার-আপ এবং ২ বার তৃতীয় স্থান লাভ করে। অপরদিকে স্পেন ১৯৯২ সালে নিজ দেশে অনুষ্ঠিত অলিম্পিকে একমাত্র শিরোপাটি জয় করেছিল।
অলিম্পিকে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হয়েছে হাঙ্গেরি ও গ্রেট ব্রিটেন। উভয় দেশই তিনবার করে শিরোপা জয় করে।
মেক্সিকো জাপানকে ৩-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছে।
![]() |
সর্বোচ্চ গোলদাতা রিশার্লিসন |
৫ গোল নিয়ে টোকিও অলিম্পিকের সর্বোচ্চ গোলদাতা হলেন ব্রাজিলের রিশার্লিসন।
মেয়েদের ফুটবলঃ
![]() |
সাডেন ডেথে জয়ের পর কানাডার মেয়েদের উল্লাস |
অপরদিকে মহিলাদের ফুটবলে কানাডা টাইব্রেকারে সাডেনডেথে সুইডেনকে হারিয়ে স্বর্ণপদক লাভ করে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত ছিল।
আর অস্ট্রেলিয়াকে ৪-৩ গোলে হারিয়ে হটফেভারিট যুক্তরাষ্ট্রকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
![]() |
সর্বোচ্চ গোলদাতা ভিভিয়েন মিয়েদেমা |
১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নেদারল্যান্ডের ভিভিয়েন মিয়েদেমা।
কোন মন্তব্য নেই