Header Ads

Header ADS

অলিম্পিক ফুটবলে দ্বিতীয় বারের মতো সোনা ব্রাজিলের

টোকিও ২০২০ অলিম্পিক ফুটবলে স্বর্ণজয়ি ব্রাজিল দল, ছবি: ফিফা


 ২০২০ টোকিও অলিম্পিকে পঞ্চম দেশ হিসাবে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। ফাইনালে ব্রাজিল স্পেনকে ২-১ গোলে হারিয়ে স্বর্ণপদক লাভ করলো। 

খেলার ৩৮ মিনিটে রিশার্লিসন পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে হতাশায় পুড়ে ব্রাজিল। তবে প্রথমার্ধ্বের যোগ করা সময়ে ম্যাথিয়াস কুনিয়ার গোলে ব্রাজিল ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধ্বের ৬১ তম মিনিটে ওইয়ারজাবালের গোলে স্পেন ১-১ সমতা আনে। এরপর উভয় দলই গোলের সুযোগ পেলেও কেউ গোল করতে না পারায় নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ এ শেষ হয়।

খেলা অতিরিক্ত সময়ে গড়ালে ১০৮তম মিনিটে ম্যালকম গোল করে ব্রাজিলকে ২-১ গোলে এগিয়ে নেয়। অবশিষ্ট সময়ে স্পেন গোল পরিশোধ করতে পারেনি। ফলে ব্রাজিল ২-১ গোলে স্পেনকে হারিয়ে পুনরায় স্বর্ণপদক জিতে নিল।

অলিম্পিকে সবমিলিয়ে এটি ব্রাজিলের দ্বিতীয় শিরোপা জয়। এছাড়াও ব্রাজিল ৩ বার রানার-আপ এবং ২ বার তৃতীয় স্থান লাভ করে। অপরদিকে স্পেন ১৯৯২ সালে নিজ দেশে অনুষ্ঠিত অলিম্পিকে একমাত্র শিরোপাটি জয় করেছিল।

অলিম্পিকে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হয়েছে হাঙ্গেরি ও গ্রেট ব্রিটেন। উভয় দেশই তিনবার করে শিরোপা জয় করে।

মেক্সিকো জাপানকে ৩-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছে। 


সর্বোচ্চ গোলদাতা রিশার্লিসন

৫ গোল নিয়ে টোকিও অলিম্পিকের সর্বোচ্চ গোলদাতা হলেন ব্রাজিলের রিশার্লিসন।


মেয়েদের ফুটবলঃ

সাডেন ডেথে জয়ের পর কানাডার মেয়েদের উল্লাস


অপরদিকে মহিলাদের ফুটবলে কানাডা টাইব্রেকারে সাডেনডেথে সুইডেনকে হারিয়ে স্বর্ণপদক লাভ করে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত ছিল।

আর অস্ট্রেলিয়াকে ৪-৩ গোলে হারিয়ে হটফেভারিট যুক্তরাষ্ট্রকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। 

সর্বোচ্চ গোলদাতা ভিভিয়েন মিয়েদেমা

১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নেদারল্যান্ডের ভিভিয়েন মিয়েদেমা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.