Header Ads

Header ADS

কোপা আমেরিকা ২০২৪ এর সম্পূর্ন সময়সূচি

 


আয়োজক দেশ : মার্কিন যুক্তরাষ্ট্র

তারিখ : ২০ জুন - ১৪ জুলাই ২০২৪ (বাংলাদেশ সময় ২১ জুন - ১৫ জুলাই ২০২৪)

দল : ১৬ (২টি কনফেডারেশন থেকে)

ভেন্যু: ১৪ (১৪টি হোস্ট শহরে)

 

দলসমূহ :

দক্ষিণ আমেরিকা বা কনমেবলের ১০টি এবং কনকাকাফের ৬টি সহ মোট ১৬টি দল এবারের কোপা আমেরিকায় অংশগ্রহণ করবে। কনমেবল এর সকল দল অর্থাৎ ১০টি জাতীয় দলই টুর্নামেন্টে খেলবে।

অপরদিকে কনকাকাফ অঞ্চলের ছয়টি দল বাছাই করা হয় ২০২৩-২৪ কনকাকাফ নেশনস লিগ এর মাধ্যমে। এই লিগের কোয়ার্টার ফাইনালের বিজয়ী চার দল সরাসরি কোপাআমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করে এবং কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চারটি দল দুটি প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে। এটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় ২৩ মার্চ ২০২৪। বিজয়ি দুই দল কোপাআমেরিকায় খেলবে।  যুক্তরাষ্ট্র আয়োজক হওয়া সত্ত্বেও তারা স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করেনি, তাদেরও যোগত্যা অর্জন করতে হয়েছে।

দলসমূহ: দক্ষিণ আমেরিকার- আর্জেন্টিনা (বর্তমান চ্যাম্পিয়ন), বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা, কনকাকাফ অঞ্চলের- জ্যামাইকা (২০২৩-২৪ কনকাকাফ নেশন্স লিগ এ সেমিফাইনালিস্ট), মেক্সিকো (২০২৩-২৪ কনকাকাফ নেশন্স লিগ এ সেমিফাইনালিস্ট), পানামা (২০২৩-২৪ কনকাকাফ নেশন্স লিগ এ সেমিফাইনালিস্ট), মার্কিন যুক্তরাষ্ট্র (২০২৩-২৪ কনকাকাফ নেশনস লিগ এ সেমিফাইনালিস্ট এবং আয়োজক), প্লে-ইন রাউন্ড বিজয়ী দুই দল কানাডা এবং কোস্টারিকা।

 

কে কোন গ্রুপে পড়েছে

গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা

গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা

গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া

গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা

 

কোপা আমেরিকার খেলা শুরু হবে ২০ শে জুন ২০২৪ (বাংলাদেশ সময় ২১ শে জুন)। প্রতিগ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৪, ৫ এবং ৬ জুলাই। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৯ এবং ১০ জুলাই; তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই এবং  ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।

 

 

সময়সূচি :

গ্রুপ এ:

ম্যাচ নং

তারিখ

বার

সময়

গ্রুপ

ম্যাচ

ভেন্যু

২১ জুন ২০২৪

শুক্রবার

ভোর ৬:০০

আর্জেন্টিনা

কানাডা

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, জর্জিয়া

২২ জুন ২০২৪

শনিবার

ভোর ৬:০০

পেরু

চিলি

এটিএন্ডটি স্টেডিয়াম, আর্লিংটন, টেক্সাস

১০

২৬  জুন ২০২৪

বুধবার

ভোর রাত ৪:০০

পেরু

কানাডা

চিলড্রেনস মার্সি পার্ক, কানসাস সিটি, কানসাস

২৬  জুন ২০২৪

বুধবার

সকাল ৭:০০

চিলি

আর্জেন্টিনা

মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি

১৭

৩০  জুন ২০২৪

রবিবার

ভোর ৬:০০

আর্জেন্টিনা

পেরু

হার্ড রক স্টেডিয়াম, মিয়ামি গার্ডেন, ফ্লোরিডা

১৮

৩০  জুন ২০২৪

রবিবার

ভোর ৬:০০

কানাডা

চিলি

এক্সপ্লোরিয়া স্টেডিয়াম, অরল্যান্ডো, ফ্লোরিডা

 

গ্রুপ বি:

ম্যাচ নং

তারিখ

বার

সময়

গ্রুপ

ম্যাচ

ভেন্যু

২৩ জুন ২০২৪

রবিবার

ভোর রাত ৪:০০

বি

ইকুয়েডর

ভেনেজুয়েলা

লেভিস স্টেডিয়াম, সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া

২৩ জুন ২০২৪

রবিবার

সকাল ৭:০০

বি

মেক্সিকো

জ্যামাইকা

এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, টেক্সাস

১২

২৭  জুন ২০২৪

বৃহস্পতিবার

ভোর রাত ৪:০০

বি

ইকুয়েডর

জ্যামাইকা

অ্যালেজিয়েন্ট স্টেডিয়াম, প্যারাডাইস, নেভাদা

১১

২৭  জুন ২০২৪

বৃহস্পতিবার

সকাল ৭:০০

বি

ভেনেজুয়েলা

মেক্সিকো

সোফি স্টেডিয়াম, ইঙ্গেলউড, ক্যালিফোর্নিয়া

১৯

১ জুলাই ২০২৪

সোমবার

ভোর ৬:০০

বি

মেক্সিকো

ইকুয়েডর

স্টেট ফার্ম স্টেডিয়াম, গ্লেনডেল, অ্যারিজোনা

২০

১ জুলাই ২০২৪

সোমবার

ভোর ৬:০০

বি

জ্যামাইকা

ভেনেজুয়েলা

কিউ২ স্টেডিয়াম, অস্টিন, টেক্সাস

 

গ্রুপ সি:

ম্যাচ নং

তারিখ

বার

সময়

গ্রুপ

ম্যাচ

ভেন্যু

২৪ জুন ২০২৪

সোমবার

ভোর রাত ৪:০০

সি

যুক্তরাষ্ট্র

বলিভিয়া

এটিএন্ডটি স্টেডিয়াম, আর্লিংটন, টেক্সাস

২৪ জুন ২০২৪

সোমবার

সকাল ৭:০০

সি

উরুগুয়ে

পানামা

হার্ড রক স্টেডিয়াম, মিয়ামি গার্ডেন, ফ্লোরিডা

১৩

২৮  জুন ২০২৪

শুক্রবার

ভোর রাত ৪:০০

সি

পানামা

যুক্তরাষ্ট্র

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, জর্জিয়া

১৪

২৮  জুন ২০২৪

শুক্রবার

সকাল ৭:০০

সি

উরুগুয়ে

বলিভিয়া

মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি

২১

২ জুলাই ২০২৪

মঙ্গলবার

সকাল ৭:০০

সি

যুক্তরাষ্ট্র

উরুগুয়ে

অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, মিসৌরি

২২

২ জুলাই ২০২৪

মঙ্গলবার

সকাল ৭:০০

সি

বলিভিয়া

পানামা

এক্সপ্লোরিয়া স্টেডিয়াম, অরল্যান্ডো, ফ্লোরিডা

 

গ্রুপ ডি:

ম্যাচ নং

তারিখ

বার

সময়

গ্রুপ

ম্যাচ

ভেন্যু

২৫ জুন ২০২৪

মঙ্গলবার

ভোর রাত ৪:০০

 

কলম্বিয়া

প্যারগুয়ে

এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, টেক্সাস

২৫ জুন ২০২৪

মঙ্গলবার

সকাল ৭:০০

 

ব্রাজিল

কোস্টারিকা

সোফি স্টেডিয়াম, ইঙ্গেলউড, ক্যালিফোর্নিয়া

১৬

 ২৯ জুন ২০২৪

শনিবার

ভোর রাত ৪:০০

 

কলম্বিয়া

কোস্টারিকা

স্টেট ফার্ম স্টেডিয়াম, গ্লেনডেল, অ্যারিজোনা

১৫

 ২৯ জুন ২০২৪

শনিবার

সকাল ৭:০০

 

প্যারগুয়ে

ব্রাজিল

অ্যালেজিয়েন্ট স্টেডিয়াম, প্যারাডাইস, নেভাদা

২৩

৩ জুলাই ২০২৪

বুধবার

সকাল ৭:০০

 

ব্রাজিল

কলম্বিয়া

লেভিস স্টেডিয়াম, সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া

২৪

 ৩ জুলাই ২০২৪

বুধবার

সকাল ৭:০০

 

কোস্টারিকা

প্যারগুয়ে

কিউ২ স্টেডিয়াম, অস্টিন, টেক্সাস

 

কোয়ার্টার ফাইনাল

ম্যাচ নং

তারিখ

সময়

ম্যাচ

ভেন্যু

২৫

৫ জুলাই ২০২৪

সকাল ৭:০০

গ্রুপ এ চ্যাম্পিয়ন

গ্রুপ বি রানার-আপ

এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, টেক্সাস

২৬

৬ জুলাই ২০২৪

সকাল ৭:০০

গ্রুপ বি চ্যাম্পিয়ন

গ্রুপ এ রানার-আপ

এটিএন্ডটি স্টেডিয়াম, আর্লিংটন, টেক্সাস

২৭

 ৭ জুলাই ২০২৪

সকাল ৭:০০

গ্রুপ সি চ্যাম্পিয়ন

গ্রুপ ডি রানার-আপ

অ্যালেজিয়েন্ট স্টেডিয়াম, প্যারাডাইস, নেভাদা

২৮

 ৭ জুলাই ২০২৪

ভোর রাত ৪:০০

গ্রুপ ডি চ্যাম্পিয়ন

গ্রুপ সি রানার-আপ

স্টেট ফার্ম স্টেডিয়াম, গ্লেনডেল, অ্যারিজোনা

 

সেমি ফাইনাল

তারিখ

সময়

ম্যাচ

ভেন্যু

১০ জুলাই ২০২৪

সকাল ৬:০০

ম্যাচ ২৫ জয়ি

ম্যাচ ২৬ জয়ি

মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি

১১ জুলাই ২০২৪

সকাল ৬:০০

ম্যাচ ২৭ জয়ি

ম্যাচ ২৮ জয়ি

ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়াম, শার্লট, নর্থ ক্যারোলিনা

 

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

তারিখ

সময়

ম্যাচ

ভেন্যু

১৪ জুলাই ২০২৪

সকাল ৬:০০

প্রথম সেমিফাইনালে পরাজিত দল

দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দল

ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়াম, শার্লট, নর্থ ক্যারোলিনা

 

ফাইনাল

তারিখ

সময়

ম্যাচ

ভেন্যু

 ১৫ জুলাই ২০২৪

সকাল ৬:০০

প্রথম সেমিফাইনালে জয়ি দল

দ্বিতীয় সেমিফাইনালে জয়ি দল

হার্ড রক স্টেডিয়াম, মিয়ামি গার্ডেন, ফ্লোরিডা

 

*** বাংলাদেশ সময়

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.